Sharsha Girls High School Banner

প্রতিষ্ঠানের ইতিহাস

বিদ্যালয় কোডঃ ৬৪৪৭

শার্শা জনপদ অর্থ, শিল্প, কৃষি, সংস্কৃতিতে সমৃদ্ধ হলেও নারী শিক্ষায় অনেকটা পিছিয়ে ছিল। সে কারনে ৯০ এর দশকে এক ঝাক সমাজকর্মী ও সমাজ সংস্কারক অত্র জন পদে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রগামী হয়ে শার্শা উপজেলা পরিষদ হতে ৫০০ মিটার পশ্চিমে যশোর বেনাপোল মহসড়ক সংলগ্ন ও শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর দক্ষিণ পাশে কোলাহোল মুক্ত মনোরম পরিবেশে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে নারী শিক্ষা প্রতিষ্ঠানটি ১০/১১/১৯৯৪ ইং তারিখে প্রতিষ্ঠিত করেন।

প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৯৭ ইং তারিখ হতে প্রথম পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। এবং ০১/০১/২০০০ ইং তারিখ হতে প্রথম স্কীকৃতি লাভ করে। ০৪/০১/২০০০ ইং তারিখ হতে নিম্ন মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত করণ হয়। ০১/০১/২০০০ ইং তারিখ হতে মাধ্যমিক স্তর পাঠদানের অনুমতি এবং ০১/০১/২০০৫ ইং তারিখ হতে মাধ্যমিক স্তর স্কীকৃতি লাভ করে। জে, এস, সি ও এস, এস, সি পরীক্ষার ঈর্ষানিত ফলাফল অর্জন করে। প্রায় ৫০০ শিক্ষার্থী নিয়ে বর্তমানে বিদ্যালয়টি শার্শা উপজেলার একটি মডেল স্কুলে রুপান্তিত হয়েছে।

আমাদের বিদ্যালয় সম্পর্কে

যশোর বেনাপোল মহসড়ক সংলগ্ন ও শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর দক্ষিণ পাশে কোলাহোল মুক্ত মনোরম পরিবেশে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে নারী শিক্ষা প্রতিষ্ঠানটি ১০/১১/১৯৯৪ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়।

যোগাযোগ ঠিকানা

Sharsha, Jessore.

সর্বস্বত্ব সংরক্ষিত © 2024 শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

ডিজাইন ও ডেভেলপমেন্টঃ Utshab Technology Limited